টবে ধনেপাতা চাষের ১০টি পদ্ধতি - হাইব্রিড ধনিয়া বীজ চাষের ৭টি পদ্ধতি
টবে ধনেপাতা চাষ পদ্ধতি এবং হাইব্রিড ধনিয়া বীজ সম্পর্কে নিশ্চয় জানতে চাচ্ছেন? আজকের এই আর্টিকেলের মাধ্যমে টবে ধনেপাতা চাষ পদ্ধতি এবং হাইব্রিড ধনিয়া বীজ সম্পর্কে জানতে পারবেন। সাথে সাথে হাইব্রিড ধনিয়া চাষ সম্পর্কে আলোচনা করা হবে। তাহলে চলুন টবে ধনেপাতা চাষ পদ্ধতি এবং হাইব্রিড ধনিয়া বীজ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আজকের এই আর্টিকেলটি আমাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। কারণ ধনেপাতা আমাদের নিত্য প্রয়োজনীয় খাবারের মধ্যে একটি। খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি পাতা হল ধনেপাতা। আজকের এই আর্টিকেলটি পড়ুন ধনেপাতা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।
পোস্ট সূচিপত্রঃ টবে ধনেপাতা চাষ পদ্ধতি - হাইব্রিড ধনিয়া বীজ
ভূমিকা | টবে ধনেপাতা চাষ পদ্ধতি - হাইব্রিড ধনিয়া বীজ
আজকের এই আর্টিকেলের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে টবে ধনেপাতা চাষ পদ্ধতি এবং হাইব্রিড ধনিয়া বীজ এই সম্পর্কে। এর পাশাপাশি ধনিয়া চাষের সময়, হাইব্রিড ধনিয়া চাষ, গরমে ধনিয়া পাতা চাষ পদ্ধতি এবং বিলাতি ধনিয়া পাতা চাষ পদ্ধতি সহ আরো যাবতীয় বিষয়ে একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। কাজেই, এই আর্টিকেলটি আমাদের সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। এই সকল তথ্য আপনি তখনই জানতে পারবেন যখন এই আর্টিকেলটি পুরোপুরি মনোযোগ দিয়ে পড়বেন। তাহলে আমি আশা করব আপনি একজন সুপ্রিয় পাঠক হিসেবে এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন এবং এই বিস্তারিত বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক।
ধনিয়া চাষের সময়
ধনিয়া চাষের সময় সম্পর্কে প্রথমেই আমাদের জেনে রাখা প্রয়োজন। কারণ আপনি যে আবাদটি করবেন সেটি কোন সময় চাষ করতে হয় এই বিষয়ে যদি ধারণা না রাখেন তাহলে কিভাবে আবাদ করবেন, তাই না? ধনিয়া চাষ করার ক্ষেত্রে ধনিয়া চাষের সময়কে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়। কারণ ধনিয়া অন্য সময়ে চাষ করলে হবে না। একদম সঠিক সময়ে চাষ করলে তবেই ধনিয়া চাষ হবে। ধনিয়া মূলত খুব গরমকালে চাষ করা যায় না। বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত যেহেতু অতিরিক্ত গরমকাল তাই এই সময়টুকু বাদে সারা বছরই প্রায় ধনিয়া চাষ করা যায়। এতে কোন বাধ্যবাধকতা নেই। তবে জাত ভেদে ধনিয়া খুব গরম আবহাওয়া বাদ দিয়ে বাকি সময় গুলোতে চাষ করলে ভালো ফলন পাওয়া যায়।
কাজেই, আপনি যদি ধনিয়া চাষ করতে চান তাহলে ধনিয়া চাষের সময়কে বিশেষ মূল্যায়নে রাখতে হবে। চেষ্টা করবেন যে সময়ের কথা উল্লেখ করলাম অর্থাৎ এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এই সময় বাদে বাকি সময় গুলোতে ধনিয়া চাষ করার জন্য। ধনিয়া বর্তমানে অনেক লাভজনক ফসলে পরিণত হয়েছে। তাছাড়া শীতকালে ধনিয়ার পাতা বিক্রি করেও প্রচুর টাকা পয়সা ইনকাম করা সম্ভব। কারণ শীতকালের ধনিয়ার পাতা দিয়ে বিভিন্ন সুস্বাদু খাবার তৈরি করা হয়ে থাকে। আপনি চাইলে শীতকালের জাত অনুযায়ী ধনিয়া চাষ করতে পারেন। এতক্ষণ আপনাদের ধনিয়া চাষের সময় সম্পর্কে বিস্তারিত বুঝানোর চেষ্টা করলাম। আশা করছি ধনিয়া চাষের সময় সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করেছেন।
হাইব্রিড ধনিয়া চাষ
হাইব্রিড ধনিয়া চাষ সম্পর্কে এখন আমাদের জানার বিষয়। ধনিয়া বর্তমান সময়ে যেমন সুস্বাদু একটি খাবার তেমনি খুবই লাভজনক। বিশেষ করে হাইব্রিড ধনিয়া চাষ করলে আরো বেশি লাভবান হওয়া সম্ভব। আমাদের সমাজে অনেককে দেখা যাচ্ছে হাইব্রিড ধনিয়া চাষ করে খুব তাড়াতাড়ি সফলতার উচ্চ শিখরে পৌঁছে যেতে। ধনিয়া ব্যবসা কিন্তু খুব ভালো একটি ব্যবসা হতে পারে। যদি পরিশ্রম এবং ধৈর্যের সাথে লেগে থাকতে পারেন তাহলে এই হাইব্রিড ধনিয়া চাষ করেও আপনি অনেক টাকা ইনকাম করতে সক্ষম হবেন। বর্তমান সময়ে ধনিয়ার বাজারও অত্যন্ত ভালো।
হাইব্রিড ধনিয়া চাষ পদ্ধতির জন্য প্রথমে যে বিষয়টির দিকে নজর দিতে হবে সেটি হল হাইব্রিড ধনিয়া চাষ এর জমি। হ্যাঁ, হাইব্রিড ধনিয়া চাষ করার জন্য প্রথমে জমিকে ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে। হাইব্রিড ধনিয়া চাষ করার জন্য জমির মাটিকে খুবই ঝুরঝুরে হতে হবে। তারপর জমির মাটিতে হাইব্রিড ধনিয়ার বীজ বপন করতে হবে। এরপরে ১০ থেকে ১৫ দিনের মধ্যে ধনিয়ার গাছ জন্মাবে। তারপর ধনিয়ার গাছ থেকে আপনি ধনিয়ার পাতা বিক্রি করতে পারবেন। ধনিয়ার পাতা দিয়ে শীতকালে অনেক মজার এবং সুস্বাদু খাবার তৈরি করা হয়ে থাকে। যে খাবারগুলো খুবই মুখরোচক। হাইব্রিড ধনিয়া চাষ করার জন্য জমির পাশাপাশি আপনাকে জমিতে সেচের বিষয়টিও মাথায় রাখতে হবে।
কারণ ঠিক সময় জমিতে সেচ না দিলে ধনিয়া চাষ করা যাবে না। এরপর হাইব্রিড ধনিয়া চাষ করার ক্ষেত্রে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হল সঠিক পরিমাণে কীটনাশক দেওয়া। কীটনাশক ব্যবহার জমির পরিমাণ এর উপর নির্ভর করে। এক্ষেত্রে আপনি কতটুকু জমিতে ধনিয়া চাষ করেছেন তা কৃষি কর্মকর্তাকে বললে তিনি আপনাকে পরামর্শ দিবেন যে আপনার জমিতে কতটুকু কীটনাশক ব্যবহার করতে হবে। মূলত এই বিষয়গুলো মাথায় রেখেই হাইব্রিড ধনিয়া চাষ করা হয়ে থাকে। আশা করছি হাইব্রিড ধনিয়া চাষ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
হাইব্রিড ধনিয়া বীজ
হাইব্রিড ধনিয়া বীজ সম্পর্কে এবার আমরা জেনে নেব। হাইব্রিড ধনিয়া বীজ চাষ করা খুবই লাভজনক। কাজেই, আমাদের প্রথমেই হাইব্রিড ধনিয়া বীজ সম্পর্কে জেনে নিতে হবে। বাজারে বিভিন্ন রকমের ধনিয়া বীজ পাওয়া যায়। যার সবগুলো চাষই লাভজনক হয় না। কিছু কিছু বীজ রয়েছে যে বীজগুলো খুব তাড়াতাড়ি বড় হয় এবং এই হাইব্রিড বীজগুলো চাষ করা অত্যন্ত লাভবান। তাহলে চলুন এখন আমরা হাইব্রিড ধনিয়ার বীজ সম্পর্কে জেনে নিই। হাইব্রিড ধনিয়ার বীজের মধ্যে অন্যতম হলো কুইক এ্যারোমা ধনিয়া। এটি চাষ করা অত্যন্ত লাভজনক এবং কেন হাইব্রিড ধনিয়া বীজ চাষ করবেন এই সম্পর্কে একটু বলি। হাইব্রিড ধনিয়ার বীজ চাষের কারণ নিম্নরূপঃ
- প্রথমত হাইব্রিড ধনিয়া বীজ অত্যন্ত বর্ধনশীল। যার জন্য খুব তাড়াতাড়ি ধনিয়ার পাতা বিক্রি করে টাকা উপার্জন করা যাবে।
- পাতাগুলো খুবই আকর্ষণীয় হয় ক্রেতাদের নজর কেড়ে নেয়।
- অত্যন্ত সুগন্ধযুক্ত হওয়ায় খেতে খুবই সুস্বাদু।
- সারা বছর চাষ করা যায়।
- উচ্চ ফলনশীল জাত হয়ে থাকে।
- দামেও অত্যন্ত সস্তা হওয়ায় সকলেই এটি কিনতে পারে।
- সবচেয়ে বড় সুবিধা হল এটি জমি এবং বাড়ির ছাদেও চাষ করা যায়।
তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছেন হাইব্রিড ধনিয়া বীজের কত সুবিধা রয়েছে। এই ধনিয়া বীজের এতসব সুবিধার জন্য বর্তমান সময়ে মানুষ হাইব্রিড ধনিয়া চাষে মনোযোগী হয়েছে। আশা করি বুঝেছেন।
টবে ধনেপাতা চাষ পদ্ধতি
টবে ধনেপাতা চাষ পদ্ধতি সম্পর্কে এবার আমরা জানার চেষ্টা করব। টবে ধনেপাতা চাষ পদ্ধতি এটি আজকে আমাদের আর্টিকেলের প্রধান আলোচ্য বিষয়। গ্রামেগঞ্জে টবে ধনেপাতা চাষ পদ্ধতি প্রচলন না থাকলেও শহরাঞ্চলে এই পদ্ধতিটি খুবই দেখা যায়। কারণ শহর অঞ্চলে চাষের জন্য পর্যাপ্ত জমি না থাকায় বাড়ির ছাদে টবে ধনেপাতা লাগিয়ে চাষ করতে দেখা যায়। টবে ধনেপাতা চাষের জন্য বাজার থেকে ধনের বীজ কিনে আনতে হবে এবং এগুলো প্রথমে একদিন রোদে শুকাতে হবে। এতে করে চারাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং চারাগুলো রোগ বালাই মুক্ত হবে।
তারপর টবে ধনেপাতা চাষের জন্য চারাকে একদিন পরিষ্কার একটি কাপড়ে জড়িয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে। এভাবে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি অংকুর দেখা দেবে। তারপর টবের মধ্যে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিয়ে সেখানে ধনের চারা রোপন করতে হবে। টবের মাটিটি অবশ্যই যেন বেলে দোঁআশ থেকে এঁটেল দোঁআশ হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। কারণ বেলে দোঁআশ এবং এঁটেল দোঁআশ মাটি ধনে চাষের জন্য খুবই উপযুক্ত। তারপর আবার মাটি দিয়ে টবের মুখ ভর্তি করে দিতে হবে। অতঃপর হালকা একটু পানি ছিটিয়ে দিতে হবে।
তারপর এভাবে বেশ কিছুদিন পরে দেখবেন ধনের গাছ বের হয়েছে। গাছগুলো বড় হলে আপনি সেখান থেকে পাতা সংগ্রহ করে নানা কাজে ব্যবহার করতে পারবেন। এর মধ্যে আপনাকে খেয়াল রাখতে হবে পাতাগুলো যাতে নষ্ট না হয়। যদি পোকামাকড় কিংবা অন্য কোন কারণে পাতাগুলো আক্রান্ত হয় তাহলে অবশ্যই কৃষি কর্মকর্তার পরামর্শে স্প্রে দিতে হবে। তা না হলে নষ্ট হয়ে যাবে। এভাবে টবে ধনেপাতা চাষ করা হয়ে থাকে। এতক্ষণ আপনাদের সাথে টবে ধনেপাতা চাষ পদ্ধতি নিয়ে আলাপ-আলোচনা করলাম। এখন আশা করছি টবে ধনেপাতা চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এই আর্টিকেলটির মাধ্যমে।
ধনেপাতা চাষ নিয়ে এক কথায় কিছু উত্তর
গরমে ধনিয়া পাতা চাষ পদ্ধতিঃ ধনেপাতা মূলত অতিরিক্ত গরমকালে চাষ করা হয় না। অতিরিক্ত গরমকাল বাদে প্রায় সারা বছরই ধনেপাতা চাষ করা হয়ে থাকে। তবে আপনি যদি গরম কালে বেশি টাকা লাভের আশায় ধনেপাতা চাষ করেন তবে আপনাকে কৃত্রিমভাবে ধনেপাতা চাষের উপযোগী পরিবেশ করতে হবে। আশা করছি গরমে ধনিয়া পাতা চাষ পদ্ধতি সম্পর্কে জেনেছেন।
বিলাতি ধনিয়া পাতা চাষ পদ্ধতিঃ বিলাতি ধনিয়া চাষের জন্য আপনাকে জমিতে পর্যাপ্ত পরিমাণে সার এবং কীটনাশক ব্যবহার করে আগে জমিকে প্রস্তুত করতে হবে। জমি প্রস্তুতির জন্য গোবর সার, ইউরিয়া, টিএসপি এবং বিভিন্ন রকম কীটনাশক দিয়ে জমিকে তৈরি করতে হবে। তারপর বিলাতি ধনিয়ার বীজ রোপন করতে হবে। আশা করছি বিলাতি ধনিয়া পাতা চাষ পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন।
শেষ কথা বা লেখকের মন্তব্য | টবে ধনেপাতা চাষ পদ্ধতি - হাইব্রিড ধনিয়া বীজ
আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের সাথে টবে ধনেপাতা চাষ পদ্ধতি এবং হাইব্রিড ধনিয়া বীজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি এই আর্টিকেলটি আপনার অনেক উপকারে এসেছে। এই আর্টিকেলটি পড়ে যদি আপনি কোন বিষয়ে বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার জন্য। আর এই আর্টিকেলটি পড়ে যদি আপনার মনে হয় এতোটুকুও উপকার হয়েছে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। বিষয়টি তাদেরও জেনে রাখা প্রয়োজন।
আর নিত্য নতুন সব তথ্য পেতে আমার এই ওয়েবসাইটটি (M.F. Hossain) নিয়মিত ভিজিট করবেন। আমি চেষ্টা করি সব সময় আপডেট সব খবর আপনাদের জানানোর জন্য। তাহলে আজকে আর কথা না বাড়িয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনার এখানেই সমাপ্তি ঘোষনা করছি। কথা হবে আবার নতুন কোন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। পাশাপাশি আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো এবং সুস্থ থাকতে পারি। পাশাপাশি আল্লাহ যেন আমাকে আমার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
Please comment in accordance with the policy of the 'M.F. Hossain' website. Each comment is reviewed;
comment url